MonirHB's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

ডাবের দই(পুডিং)

ডাব একটি প্রাকৃতিক পানীয়। ছোট বড় সবার জন্যে খুবই সতেজ ও স্বাস্থ্যকর। ডাবের পাশাপাশি ডাবের পুডিংও শরীরকে চাঙ্গা রাখে আর সকলের পছন্দের খাবার।


সফটি  ফুডস এর বাজারজাতকৃত ডাবের পুডিংসফটি ফুডস এর বাজারজাতকৃত ডাবের পুডিং

 এই বছর ফেব্রুয়ারিতে রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার সময় রাস্তার পাশে (স্টাফ কোয়ার্টার এর কাছেই) একটি হোটেলে ডাবের দই পাওয়া কলিগ বলল। ডাবের দই শুনে একটু অবাক হইলাম !!! বললাম চলেন তাহলে খেয়ে যাই। খাইতে গিয়ে দেখলাম  @Softy Daber Pudding (Head Office) https://maps.app.goo.gl/ue3iaFGN6m2NkdU57 এর বাজারজাতকৃত সফটি ফুডস এর এটা একটি ডাবের পুডিং। একটু হতাশ হইলাম দই না খেতে পেরে। তবে পুডিংটা খেতে খারাপ ছিলো না।

 

 বাংলা ট্রাইবুন থেকে সংগৃহীত ছবি।বাংলা ট্রাইবুন থেকে সংগৃহীত ছবি। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     
ডাবের পুডিং তৈরি করার প্রণালীঃ

  1. ডাবের পানি,
  2. চিনি,
  3. আগার আগার পাউডার,
  4. এবং ডাবের শাঁসকুচি (পরিবেশনের জন্য)।

প্যানে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলায় কিছুক্ষণ জ্বাল দিতে হবে। ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ডাবের শাঁস কুচি করে ছড়িয়ে দিয়ে তার ওপর ডাবের মিশ্রণ ঢেলে দিলেই তৈরি ডাবের পুডিং। এবার রেখে দিন ফ্রিজে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। (তথ্যঃ ইন্টারনেট)

 গুগল ম্যাপ থেকে সংগৃহীত ছবি।গুগল ম্যাপ থেকে সংগৃহীত ছবি।

 

 

গুগল ম্যাপ থেকে সংগৃহীত ছবি।গুগল ম্যাপ থেকে সংগৃহীত ছবি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীতকালীন মজাদার ডাবের পুডিং

সাধারণত গ্রীষ্মকালীন ডাবের পুডিং রেসিপি ডেজার্ট আহার করার জন্য, হৃদয় শীতল করার মতো ঠান্ডা পুডিং তাই বেশ উপভোগ্য বলে মনে হয়। এজন্য আপনি চাইলে পুডিং জেলটা ফ্রি জব করেও ঠান্ডা করে খেতে পারেন।

তবে যদি আপনি শীতকালীন মজাদার ডাবের পুডিং খেতে চান;  সেক্ষেত্রে পুডিং জেলটা তৈরি হওয়ার পর ফ্রিজ আপ করবেন না। অথবা চাইলে আপনি গরম কোন রুটি জাতীয় খাবারের সঙ্গে এই পুডিংটা খেতে পারে। মোটামুটি ভালই লাগবে বলে আশা করি। (তথ্যঃ ইন্টারনেট, টেস্টি রেসিপি)

  


Monir Hossain
14 comments
Level 10

Re: ডাবের দই(পুডিং)

বাহ ইউনিক খাবার ত  , এর আগে এর নাম শুনি নাই বা দেখি নাই । ধন্যবাদ একটা ইউনিক ফুড নিয়ে তথ্য শেয়ার করার জন্য @MonirHB  ভাই 

Mahabub Hasan
Level 8

Re: ডাবের দই(পুডিং)

ধন্যবাদ @MahabubMunna ভাই আপনার মন্তব্যের জন্যে। গুলিস্তান বিদ্যুৎ অফিসের ক্যান্টিনে এবং উত্তরা ২নম্বর পাওয়া যায়। 


Monir Hossain
Level 8

Re: ডাবের দই(পুডিং)

শুনছি অনেক খাওয়া হয় নাই খাইতে হবে ভাই @MonirHB 

Mohammad Palash, Bangladesh Local Guide



Read my recents Post Here

Level 8

Re: ডাবের দই(পুডিং)

@MohammadPalash ভাই, নেক্সট কোন মিটআপে মাহবুব ভাইকে বলে খাওয়ার ব্যবস্থা রাখতে হবে।


Monir Hossain
Level 6

Re: ডাবের দই(পুডিং)

বাহ নতুন একটি খাবার এর সাথে পরিচিত হলাম প্রথম এই খাবারটির নাম শুনলাম পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ@MonirHB

Level 7

Re: ডাবের দই(পুডিং)

এর আগে নামও শুনিনি দেখিওনি। খুজে ট্রাই করতে হবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ @MonirHB ভাই

Level 8

Re: ডাবের দই(পুডিং)

Interesting & thanks to share with us @MonirHB bro.

Soykot Azam, Greetings from Sonargaon-Bangladesh.
- - - - - - - - - - - - - - - - -
You can also check

My recent post 

Facebook 

Youtube 

Level 8

Re: ডাবের দই(পুডিং)

ধন্যবাদ আপনাকে @UmmeB কমেন্টস করার জন্যে, আশা করি একদিন খাবনে ডাবের পুডিং।


Monir Hossain
Level 8

Re: ডাবের দই(পুডিং)

আপনাকেও @KhanSayfullah ধন্যবাদ কমেন্টস করার জন্যে।


Monir Hossain