MonirHB's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

বলধা গার্ডেন, ঢাকা।

বলধা গার্ডেন:

ঢাকার গুলিস্তান এর কাছেই ওয়ারীতে নারিন্দা রোডে বলধা গার্ডেন। সবুজ গাছ গাছালির ছায়া পেতে খুবই চমৎকার একটি জায়গা। আমার দেখা মতে ঢাকার ভিতরে এত গাছ(জানা-অজানা) আমি এর আগে খুবই কম দেখেছি। অনেক গাছ থাকাতে পাখির নানা রকম কিচিমিচির শব্দে আপনার মন ভরে যাবে। আর কেউ যদি ঢাকায় বাদুড়(কলা বাদুড়) দেখার ইচ্ছা জাগে তাহলে হাজার হাজার বাদুড়ও দেখতে পারবেন। আর পুকুরে রয়েছে নানা রকম অনেক মাছ। ছুটির দিন তথা যেকোন সময় ভালো মুহূর্ত কাটানোর জন্যে খুবই ভালো জায়গা। যদিও আয়তনে কম হওয়ায় ঘুরে ফিরে ভালো মত দেখা যায়। বলধা গার্ডেনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।  প্রবেশ মুখের দুই  পাশে সিবিলি ( উপরের ছবিঃভিতরের লোকেশন)প্রবেশ মুখের দুই পাশে সিবিলি ( উপরের ছবিঃভিতরের লোকেশন)

 

 

 সিবিলি বাগান এর ইতিহাস ও সতর্কবাণীসিবিলি বাগান এর ইতিহাস ও সতর্কবাণী

 

শাপলা  হাউজ ও পরে থাকা পাতাশাপলা হাউজ ও পরে থাকা পাতা

পুকুরের কোলাজ ছবিপুকুরের কোলাজ ছবি

 

 

 

ঢেওয়া গাছঢেওয়া গাছ

  

চম্পা গাছচম্পা গাছ

 

 

সুপারি গাছ (বড় গাছের নাম দেখি নাই)সুপারি গাছ (বড় গাছের নাম দেখি নাই)

ইউকেলিপ্টাস (একাশি গাছ)ইউকেলিপ্টাস (একাশি গাছ)

 

 

 

 

বাগানের বিভিন্ন জায়গায় আমার ছবির কোলাজবাগানের বিভিন্ন জায়গায় আমার ছবির কোলাজ

 

 

আসার উপায়ঃ গুলিস্তান বা সায়দাবাদ থেকে খুব সহজেই রিক্সায় আসা যায়।

টিকিট মূল্য ২০টাকা করে প্রতিজন আর প্রতিদিনই খোলা থাকে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

 

#localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #BangladeshGoogle #photosbd


Monir Hossain
Dhaka, Bangladesh
2 comments
Level 10

Re: বলধা গার্ডেন, ঢাকা।

Beautiful place. Year 2021, i visited this park. You can also check my connect post about this park.

Level 8

Re: বলধা গার্ডেন, ঢাকা।

@MehadeHasan Thank You Bhai 


Monir Hossain