SunMoon's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
  • Local Guides Connect
  • :
  • Travel
  • কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?
Level 8

কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

MosqueMosque

গত ৪ আগষ্ট ঢাকার অদুরে জিন্দা পার্কে বাংলাদেশ লোকাল গাইডের মেগা মিটআপ কানেক্ট ডে এর আয়োজন করা হয়। আজকে আমি মিটআপ ভেন্যু  জিন্দা পার্ক নিয়ে লিখব: এখনে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই আপনি যদি শান্ত স্নিগ্ধ নিস্তব্ধ প্রকৃতি পছন্দ করেন তাহলে জিন্দা পার্ক আপনার জন্য। এটাকে ঠিক পার্ক বলা যায় কিনা আমি জানি না, কিন্তু এখানে ঢুকে যে নিরেট শ্যামল ছায়া অনুভব করেছি তা এই ব্যাস্ত আর ক্লান্ত জীবনে আমরা অনেকেই খুজে ফিরি। ঢাকা শহরের যে কোন প্রান্ত থেকে একদিনের একটা রিফ্রেশমেন্ট ট্যুর দিতে চাইলে আপনি এখানে যেতে পারেন। ফ্যামিলি ট্যুর বা কাপল ট্যুরের জন্য যায়গাটি খুবই উপযোগী। যারা সলো ট্যুর করেন তারাও নিরাশ হবেন না, একবেলা প্রকৃতির বিশালতায় হারিয়ে যেতে চাইলে এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে যান।

 

295638860_742664127005163_2514611190339095882_n.jpg296082649_459745389107899_7676242039198546664_n.jpg

 

তবে ওই যে প্রথমেই বললাম, এখানে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই, ঠিক তাই কিন্তু। পার্কের নানাবিধ উপকরন, একটিভিটিস, রাইড ইত্যাদির আশা নিয়ে এখানে যাওয়া ঠিক হবে না। গাছপালা, পদ্ম পুকুর, খোলা উদ্যান, বাশের সাঁকো, ড্রামের ব্রিজ, পুকুরের মধ্য ছোট্ট আইল্যান্ড ইত্যাদি মিলিয়ে এ যেনো এক জীবন্ত গ্রাম। তবে সব কিছু ছাপিয়ে যেটা বলা যাত, এখানে ঢুকলেই আপনার মন ভরে যাবে।

296882566_1165767280672036_7039395919488004219_n.jpg295881609_459138372788461_8860085366608433385_n.jpg

পুর্বাচল এক্সপ্রেস হাইওয়ে দিয়ে কাঞ্চন ব্রিজের ঠিক আগে ডান দিকে খানিকটা এগোলে জিন্দা গ্রাম। জিন্দা গ্রামের গ্রামবাসীর একতা, ঐকান্তিক প্রচেষ্টা, দুরদর্শিতা, সঠিক ব্যবস্থাপনা আর ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই জিন্দা পার্ক। নারায়ণগঞ্জ জেলার দাউদপুর উপজেলার জিন্দা গ্রামে ১৫০ একর জমির উপর এই গ্রামের ৫০০০ সদস্য মিলে গড়ে তোলে জিন্দা পার্ক।296009024_461111159196051_3237225917106486664_n.jpg

 

এখানে রয়েছে ২৫০ প্রজাতির গাছ, কয়েকটি পুকুর, সান বাধানো ঘাট, বাসের সাকো, আইল্যান্ড, ছোট ব্রিজ, নৌকা ইত্যাদি। খাওয়াদাওয়ার জন্য একটি ক্যান্টিন ও একটি জুস কর্নার ও রয়েছে।

296271598_370054771950859_7269845746556725811.jpg

যাতায়াত: ঢাকার যে কোন যায়গা থেকে কুড়িল বিশ্বরোড এসে ওখান থেকে বাসে, সিএনজি বা উবারে এখানে যেতে পারবেন। বাসে যেতে চাইলে কুড়িল বিশ্বরোড থেকে বিআরটিসি বাসের টিকিট কাটতে হবে। টিকিটের দাম ৩৫ টাকা। কাঞ্চন ব্রিজের আগে বাস থেকে নেমে অটোতে করে সরাসরি জিন্দা পার্কে যাওয়া যাবে। অটো রিজার্ভ গেলে ১০০-১৫০টাকা নিবে, আর লোকাল গেলে ১৫-২০ টাকা করে পার পার্সন। সিএনজি তে করে গেলে কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি জিন্দা পার্ক যাওয়া যাবে ২৫০-৩৫০ টাকার মধ্যে। উবারে গেলে কুড়িল বিশ্বরোড থেকে ৫০০-৭০০ টাকা পড়বে। জিন্দা পার্ক সপ্তাহে সব দিন খোলা থাকে। ছুটির দিনে টিকিটের মূল্য ১৫০ টাকা, আর অন্যান্য দিন ১০০ টাকা।

295886107_587030906290349_2514687072471976486_n.jpg

নির্মল বায়ু আর প্রশান্ত প্রকৃতি উপভোগ করতে ঘুরে আসতে পারেন জিন্দা পার্ক। ঢাকার যে কোন যায়গা থেকে ডে ট্যুর দিয়েই সহজেই ফিরে যেতে পারবেন এখান থেকে। এখানে পিকনিক, সলো ট্যুর, গ্রুপ ট্রাভেল, ফ্যামিলি ট্যুর, কাপল ডে আউট, মিটিং, সেমিনার, ক্যাম্পিং ইত্যদি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি ট্যুর বা কাপল ডে আউটের জন্য এটা সবচেয়ে পারফেক্ট।

Map Location: https://goo.gl/maps/FeedKwmdPNQA6nBPA 

 

নোট: ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। নোংরামি, অশ্লীলতা আর সকল ধরনের খারাপ কাজ এড়িয়ে চলি। সকলের ট্যুর উপভোগময় হোক!

9 comments
Level 8

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

ভালো ভাইয়া @SunMoon তবে আপনি আমার ছবি তুলেন নাই 😭😭😭

ayesha
Level 6

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

লেখা ও ছবিগুলো অসাধারণ ❤️❤️❤️

Level 8

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

পোস্ট দেখে বিস্তারিত জানলাম, ওখানে গেলেও আমি মনে হয় তিন ভাগের এক ভাগ ঘুরেছি।

আপনার পোস্টের মাধ্যেমে অনেক কিছু দেখলাম ও জানলাম।

MNA
Level 7

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

অসাধারণ @SunMoon ভাই। 

আমিতো কিছু যায়গা দেখিইনি 😐

Level 7

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

সম্পূর্ণ জায়গা দেখা হয় নি, আপনার পোষ্টের মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। আমার একটি ছবিও জায়গা পেয়েছে আপনার পোষ্ট-এ তা দেখে ভালো লাগলো। 

SABBIR HOSSAIN

Level 7

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার পোস্ট এ জিন্দা পার্কের দৃশ্য @SunMoon 

Biswajeet Chakraborty
Former Google Contributor

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

Hi @SunMoon,

 

Thank you for sharing about Zinda Park where Connect Day Bangladesh '22 - BDLG Annual mega meetup was held.

 

Please note that to keep Connect organized I am going to change the topic of your post to the Travel section. This is the place where you can share your experience while traveling and tips for Local Guides who are planning a trip to your area.

Due to the volume of private messages Google Moderators receive, I do not read or respond to private messages. Please post publicly so others may benefit from your discussion. If you require urgent assistance, please tag a Google Moderator. Thank you!
Level 3

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

Nice place 

Level 10

Re: কেমন ছিল ১৯০তম মেগা মিটআপের ভেন্যু জিন্দা পার্ক?

@SunMoon অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, আমদের সাথে শেয়ার করার জন্য। 

Md. Jakir Hossan