আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষে লোকাল গাইডস বাংলা আয়োজন করছে একটি লোকাল গাইডস মিটআপ।
এই মিটআপের মাধ্যমে আমরা কুমিল্লা শহরে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান পরিদর্শন করবো। পাশাপাশি গুগল ম্যাপস ও সরাসরি ম্যাপিং সম্পর্কিত নানা বিষয়ের ওপর আলোচনা করা হবে। এটি Photo Walk ধাঁচের একটি লোকাল গাইডস মিটআপ।
অংশগ্রহণ:
যেকোনো লোকাল গাইড এই মিটআপে অংশ নিতে পারবেন। অগ্রিম কনফার্মেশন প্রয়োজন নেই।
মিটআপ কর্মসূচি:
কুমিল্লার বিভিন্ন শহীদ মিনার পরিদর্শন
কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখা
সরাসরি ম্যাপিং অনুশীলন
গুগল ম্যাপস কোয়ালিটি গাইডিং নিয়ে আলোচনা
লোকাল গাইডস পরিচিতি ও অভিজ্ঞতা শেয়ারিং
Facebook Event link - Redirecting...
কুমিল্লা মিটাপে সবাইকে জানাইন স্বাগতম।
লোকাল গাইডস বাংলা