[In-Person] Bangladesh, March 22, Spreading Love Through Iftar : feeding the Homeless

রমজান আমাদের শুধু উপবাসের শিক্ষা দেয় না, বরং এটি আমাদের সংযম, সহমর্মিতা ও দানের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। এই পবিত্র মাসে আমরা চাই, ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে, বিশেষ করে তাদের মাঝে, যাদের ইফতারের ব্যবস্থা নেই।

আমরা বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করছি একটি ইফতার প্রোগ্রাম, যেখানে আমরা ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার ভাগ করে নেবো।

:round_pushpin: স্থান: ধীরাশ্রম রেলওয়ে স্টেশন, গাজীপুর
:date: তারিখ: ২২ মার্চ
:alarm_clock: সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত

এই আয়োজনে অংশগ্রহণের একটি বিশেষ শর্ত রয়েছে— যারা অংশ নেবেন, তাদের নিজের ইফতারের পাশাপাশি অন্তত আরও একজন ছিন্নমূল মানুষের জন্য ইফতার নিয়ে আসতে হবে।

আসুন, একসাথে একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিই, অভুক্ত মানুষের মুখে হাসি ফোটাই। আপনার উপস্থিতিই কারও জন্য হতে পারে আনন্দের কারণ।

যদি আমাদের সাথে অংশ নিতে চান তাহলে অনুগ্রহ পূর্বক আমাকে ইনবক্স করে বা এই পোস্টে কমেন্টস করে জানাবেন।

38 Likes

অসাধারণ উদ্যোগ
@NasimJ

2 Likes

Great Initiative @NasimJ
Best wishes

2 Likes

অসাধারণ :heart::heart::heart:

2 Likes

@NasimJ আশাকরি আপনার সাথে থাকতে পারবো।

2 Likes

Keep up the good work :heart::heart:

2 Likes

Great initiative @NasimJ .May God bless you brother :folded_hands:

3 Likes

Ramadan kareem vi @NasimJ best of luck

2 Likes

Great initiative. Hopefully I’ll be present at the meetup.

2 Likes

Great imitative

2 Likes

@NasimJ Hope the meetup will be successful.

1 Like

খুবই সুন্দর উদ্যোগ। আল্লাহ কবুল করুন।
কাছাকাছি হলে অবশ্যই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করতাম।
আয়োজন সফল হোক দোয়া রইল @NasimJ ভাই

1 Like

Great initiative @NasimJ bhai
Best wishes for successful program.

1 Like

Wish you a successful meet-up @NasimJ

Cheers

1 Like