রমজান আমাদের শুধু উপবাসের শিক্ষা দেয় না, বরং এটি আমাদের সংযম, সহমর্মিতা ও দানের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। এই পবিত্র মাসে আমরা চাই, ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে, বিশেষ করে তাদের মাঝে, যাদের ইফতারের ব্যবস্থা নেই।
আমরা বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করছি একটি ইফতার প্রোগ্রাম, যেখানে আমরা ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার ভাগ করে নেবো।
স্থান: ধীরাশ্রম রেলওয়ে স্টেশন, গাজীপুর
তারিখ: ২২ মার্চ
সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত
এই আয়োজনে অংশগ্রহণের একটি বিশেষ শর্ত রয়েছে— যারা অংশ নেবেন, তাদের নিজের ইফতারের পাশাপাশি অন্তত আরও একজন ছিন্নমূল মানুষের জন্য ইফতার নিয়ে আসতে হবে।
আসুন, একসাথে একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিই, অভুক্ত মানুষের মুখে হাসি ফোটাই। আপনার উপস্থিতিই কারও জন্য হতে পারে আনন্দের কারণ।
যদি আমাদের সাথে অংশ নিতে চান তাহলে অনুগ্রহ পূর্বক আমাকে ইনবক্স করে বা এই পোস্টে কমেন্টস করে জানাবেন।