বাংলা ভাষাভাষী সকল লোকাল গাইডদের কে Local Guides Connect 3.0 তে স্বাগতম
আশাকরি সকলের কাছে নতুন এই সাইট ভাল লাগবে ,
নতুন এই সাইটে আমরা আরো সহজ ও সুন্দরভাবে বাংলা ভাষায় নিজেদের একটিভিটিস তুলে ধরতে পারবো এই প্রত্যাশা করছি।
এই Local Guides Connect 3.0 এর খুতি নাটি বিষয় নিয়ে টিউটোরিয়াল আসছে শিগ্রই
এছাড়া নতুন কিছু যুক্ত করার অভিমত থাকলে submitting feedback through this post . এই লিংকে যুক্ত ফরমের মাধ্যমে শেয়ার করতে পারেন