বাংলাদেশ লোকাল গাইডস আয়োজিত Local guides এর ১০ বছর পুর্তি এবং Google maps এর ২০ বছর পুর্তি উপলক্ষে The Institute of Engineers Bangladesh - IEB তে সিলিব্রেশন মিটাপে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত।
মিটাপ এর টাইটেল ছিলো: Local Guides 10 Years and Google Maps 20 Years Celebration Meetup Invited Guests Only
এমন মাইলফলক স্পর্শ করায় Google maps এবং Local guides কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
এই মিটাপে উপস্থিত সকলেই গুগলের সাথে নিবিড়ভাবে জড়িত। প্রত্যেকেই তাদের অভিজ্ঞতা ও কন্ট্রিবিউশান এর গল্প শেয়ার করেছেন।
সন্মানিত প্রধান অতিথি Prof. Dr. Engr. Md. Sabbir Mostafa Khan তিনি বর্তমানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সম্মানিত জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছেন, তার অতীতের লস এঞ্জেলস এ গুগল ম্যাপস ব্যাবহার ও বর্তমানে তার গ্রামের বাড়ি টাঙ্গাইল এ আপডেটেড গুগল ম্যাপস এর ব্যাবহারের পার্থক্য বিস্তারিত বর্ননা করেছেন। বর্তমানে বাংলাদেশে তার নিজ গ্রামে রিয়েল টাইম ডিরেকশন এবং ট্রাফিক টাইম দেখে তিনি অত্যন্ত আনন্দিত এবং গুগল ম্যাপসের প্রশংসা করেন। বাংলাদেশে গুগল ম্যাপস এর ভবিষ্যৎ সম্ভাবনা ও একে উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এর কথা বলেন।
আমি @Soykot_azam সহ সকলেই তাদের পরিচয় ও গুগল ম্যাপস এর সাথে করা কাজের অভিজ্ঞতা শেয়ার করি।
বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির সিনিয়র সদস্যবৃন্দ ও কোর টিমের মেম্বারগন বক্তব্য রাখেন। বাংলাদেশ লোকাল গাইডস এর নতুন ওয়েবসাইট উদ্ভোদন করা হয়।
আমাদের দেশের প্রাক্ষাপটে গুগল ম্যাপস এর ব্যাবহার ও সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন, পরিবর্তন এর সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করা হয়।
সবার শেষে কেক কাটা হয় এবং স্ন্যাকস দেওয়া হয়।
#bdlg #20yearsofgooglemap #10yearsoflocalguides