My Five-Year Journey With the local Guides Program

হ্যালো লোকাল গাইডস,
আমি @Papel_Mahammud বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাস করি, আমি একটি প্রাইভেট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করি.

আজ ১৫ ই জানুয়ারি লোকাল গাইডস প্রোগ্রামের
১০ বছর উদযাপন উপলক্ষে

আমি আমার লোকাল গাইডের ৫ বছরের পথ চলা এবং বাংলাদেশ লোকাল গাইড কমিটির সাথে যুক্ত হওয়ার বিস্তারিত শেয়ার করবো.

আমার কাজের প্রয়োজনে আমি গুগুল ম্যাপ ব্যবহার করতাম, বিভিন্ন ভেন্যুর অবস্থান, ছবি & কন্টাক্ট নাম্বারের জন্য গুগুল ম্যাপই আমার ভরশা. ২০১৯ সালের শেষের দিকে আমি একদিন ম্যাপে একটি কনভেনশন হলের ছবি খুজতে ছিলাম এবং ভাবতেছিলাম এই ছবিগুলা & রিভিউ গুলা কিভাবে আসলো ম্যাপে.
আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারি,গুগুল ম্যাপে কন্ট্রিবিউশন গুলো একদল ভলান্টিয়ার করে থাকে এবং তাদেরকে লোকাল গাইডস বলে, জানার পরে আমারও আগ্রহ হয় এবং আমিও শুরু করি আমার বড় ভাইয়ের দেখিয়ে দেখা নিয়ম মতো। তার কিছুদিন পর বাংলাদেশ লোকাল গাইডস কমিনিউটির সন্ধান পাই এবং গ্রুপে যুক্ত হই। মিট আপে অংশগ্রহণ করে সিনিয়র লোকাল গাইডদের থেকে সঠিক কন্ট্রিবিউশননের নিয়ম জানতে পারি. গুগুল ম্যাপে কন্ট্রিবিউশনের পাশাপাশি লোকাল গাইড কানেক্ট ফোরাম এবং রোড ম্যাপার সম্পকেও জানতে পারি এবং আমিও কন্ট্রিবিউশন শুরু করি।
Google Maps Contribution Milestones:
আমি বিগত ৫বছরে গুগুল ম্যাপে বেশ কিছু Achievement অর্জন করেছি.

গুগুল ম্যাপের সব ব্যাজ গুলো মাস্টার ব্যাজ হয়েছে এবং গুগুল ম্যাপে আমার কন্ট্রিবিউশন গুলো
১০০মিলিয়ন ভিউ হয়েছে। এছাড়া আমার গুগুল ম্যাপের রিভিউ গুলো ২০হাজার+রিয়েকশন পায় গুগল ম্যাপে.


Bangladesh Local Guide এর মিট-আপে অংশগ্রহণ:

বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত চারটি মেগা মিট আপে আমি অংশগ্রহণ করি, ৭তম বছর পূর্তি মেগা মিট-আপ অনুষ্ঠান ছিল আমার ১ম মিট আপ অংশগ্রহণ,

এরপরে ৮ বছর পূর্তি মেগামিট আপ, ২০০তম মেগা মিট আপ এবং ১০ বছর পূর্তিতে যে মেগা মিটআপ হয় সেটিতে আমি অংশগ্রহণ করি.

এছাড়া বাংলাদেশ লোকাল গাইডের ব্যানারে যে সকল ছোট ছোট মিট আপ সারা বছর অনুষ্ঠিত হয়

সেগুলোতে আমি অংশগ্রহণ করি এবং সিনিয়র লোকাল গাইডস এর কাছ থেকে অনেক কিছু শিখি, জ্ঞান অর্জন করি.

MeetUp Host:
আমি বাংলাদেশ লোকাল গাইডের ব্যানারে একটি মিট আপ হোস্ট করি.
Meetup Recap:
https://www.localguidesconnect.com/t/recap-photowalk-dhaka-art-summit23/391618

Google Official Team এর পক্ষ থেকে উপহার গ্রহণ:

গুগুল অফিসিয়াল টিমে পক্ষ থেকে তিনটি উপহার গ্রহণ করি, যা আমার লোকাল গাইডের কার্যক্রমে অনেক উৎসাহ প্রদান করেছে. ধন্যবাদ গুগুল লোকাল গাইড টিম.

এছাড়া বাংলাদেশ লোকাল গাইডের বিভিন্ন মিট আপে অংশগ্রহণ করেও অনেক ধরনের উপহার পেয়েছি.


Volunteering কার্যক্রম:

বাংলাদেশ লোকাল গাইড এর কমিউনিটিতে আমি ভলান্টিয়ারিং কার্যক্রমে অংশগ্রহণ করি সব সময়.

লোকাল গাইডস প্রোগ্রামের ১০ বছরের উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা:partying_face:

59 Likes

আপনার লোকাল গাইডস এর সাথে পথচলা ও উপহারের জন্য অভিনন্দন।
সেই সাথে অভিনন্দন গুগল লোকাল গাইডস এর 10 বছর পূর্তি উপলক্ষে।
Long live Google local guides.

7 Likes

লম্বা সময়ের পথ চলা, অভিনন্দন ভাই!

5 Likes

অভিনন্দন ভাই @Papel_Mahammud বিগত পাচ বছরে দারুন অর্জন করেছেন :heart:

5 Likes

@Papel_Mahammud আপনার আলোচনা আমদের কে অনুপ্রাণিত করবে।

5 Likes

@Papel_Mahammud ভাই অভিনন্দন আপনার কর্মের জন্য এবং অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি পোষ্ট দেয়ার জন্য

4 Likes

Thanks for sharing achievement @Papel_Mahammud

3 Likes

অভিবাদন @Papel_Mahammud ভাই,অনেক লম্বা সময়ে নিয়মিত কাজ দেখে আমরাও উৎসাহ পাই

2 Likes

@Papel_Mahammud প্রথমেই অভিনন্দন। :smiling_face:
আপনার এই দীর্ঘ পথচলায় সহযাত্রী হতে পেরে আমিও আনন্দিত :purple_heart:

3 Likes

অসাধারণ আপনার লোকাল গাইডে অংশগ্রহণ, সাথে দেশি ও বিদেশি অর্জন ।
@Papel_Mahammud ধন্যবাদ সুন্দরভাবে আমাদের সাথে তুলে ধরার জন্যে।

2 Likes

অনেক সুন্দর একটি পোষ্ট, @Papel_Mahammud
আপনাকে অনেক অভিনন্দন এই দীর্ঘ পথ লোকাল গাইড ও কানেক্ট ফোরামে সাথে থাকার জন্য।

2 Likes

@Papel_Mahammud ভাই অভিনন্দন। ৫ বছর লম্বা সময়। বেশ কিছু মিট আপে আপনার সাথে বেশ ভালো সময় কাটিয়েছি। আশাকরি সামনে আরো দেখা হবে :+1:

2 Likes

@Papel_Mahammud
Herzlichen Glückwunsch zu dieser tollen Zeit mit vielen schönen Aktivitäten :pray:

2 Likes

@Papel_Mahammud Cogratulations

2 Likes

This is amazing… congratulations :clap::tada:

2 Likes

Congratulations :tada: bro for this celebration :confetti_ball:. @MohammadPalash ji

1 Like

@Papel_Mahammud vi great journey with local guide connect

অনেক অভিনন্দন ভাই, আমার পুরো লেখাটা পড়লাম এবং অনুপ্রণিত হলাম। ধন্যবাদ . . .

1 Like

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্যে :smiling_face_with_three_hearts: @Soykot_azam

1 Like

আপনাকে অনেক ধন্যবাদ ভাই :smiling_face_with_three_hearts: @mahmudul47

2 Likes