Pictured is a child standing with his parents looking at a Lego set Photo Credit: Mahabub Hasan
পৃথিবীতে পৃথিবীতে প্রতিটা মানুষের চেহারায় বৈচিত্র্যতা রয়েছে ঠিক তেমনি তাদের পছন্দের একেক জন মানুষ এর পছন্দ এক এক রকম । তবে কিছু মানুষের পছন্দ আংশিক মিল থাকলে গড়ে ওঠে তাদের নির্দিষ্ট কমিউনিটি কিংবা সংগঠন , কারো পছন্দ কবিতা আবৃত্তি কারো পছন্দ পেন্টিং করা কিংবা কারো পছন্দ ভ্রমন করা ।
যেমন আমরা লোকাল গাইড কার্যক্রমের সাথে জড়িত কারণ আমাদের পছন্দ করি এই ধরনের স্বেচ্ছাশ্রম ভিত্তিককার্যক্রম পরিচালনা ।
Lego দিয়ে তৈরি করা একটি বিশাল গাড়ির মদেল এর পিছনেই রয়েছে Photobooth Photo credit: Mahabub Hasan
বাচ্চা থেকে বয়স্ক অনেকেই Lego নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে তার মাঝে আমিও একজন , বাংলাদেশে এর কোন অফিসিয়াল আউটলেট কিংবা ফ্রাঞ্চাইজ স্টোর নেই তবে অনেক সুপার শপ রিসেল করে থাকে Lego প্রোডাক্টগুলো ।
2023 সালের অক্টোবরের london ভ্রমণের সময় সুযোগ মিস করতে চাইনি একটি অফিসিয়াল Lego Store ঘুরে দেখার । তাই চলে গিয়েছিলাম Piccadilly Circus
নিকটে Leicester Square এ অবস্থিত এই অফিসিয়াল আউটলেটে ।
এই আউটলেট এর কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি লেগো প্রেমিকদের নিকট ভালো লাগবে ছবিগুলো ।
স্টোরের রেকে সাজানো রয়েছে বিভিন্ন আইটেম ও সিরিজের lego set
একজন ক্রেতা দেখছেন লেগো সেট
স্টোরের দ্বিতীয়তলার একটি ছবি
স্টোরের দ্বিতীয় তলায় বাচ্চাদের লেগো নিয়ে খেলার সুযোগ রয়েছে যা ছবিতে দেখতে পাচ্ছেন
অনলাইনে নিজে নিজেই পছন্দ মত কিনছে লেগো সেট
বিভিন্ন কালারের ও সাইজের লেগো পিস দেখে পছন্দ করছে একটি শিশু
লেগো দিয়ে বানানো একটি ব্রিটিশ রয়্যাল আর্মির ডামি
চাইলে নিজে অর্ডার করে বানিয়ে নেয়া যায় লেগো সেট তার একটি ছবি ,
Links to some of my other posts on London travel
- A Nocturne’s View of London by Night Part :1
- British Museum Watches and Clocks Collection: Exploring London with Mahabub
- M & M’s London: Exploring London with Mahabub
- Camden Street Art: Exploring London with Mahabub
- Camden Lock: Exploring London with Mahabub
- The LEGO® Store: Exploring London with Mahabub
- Leadenhall Market: Exploring London with Mahabub
- Egyptian mummies in the British Museum: Exploring London with Mahabub
Writer : Mahabub Hasan
Mahabub Hasan is a software engineer from Old Dhaka, Bangladesh and his startup name is "Coders Hub ", but loves to travel his hobbies include photography and Volunteer community activities. as well as writing on social media about the places he travels in his spare time. He updates the information of the visited places on Google Maps and writes about his experience in the Local Connect forum.