The LEGO® Store :Exploring London with Mahabub

Pictured is a child standing with his parents looking at a Lego set Photo Credit: Mahabub Hasan

পৃথিবীতে পৃথিবীতে প্রতিটা মানুষের চেহারায় বৈচিত্র্যতা রয়েছে ঠিক তেমনি তাদের পছন্দের একেক জন মানুষ এর পছন্দ এক এক রকম । তবে কিছু মানুষের পছন্দ আংশিক মিল থাকলে গড়ে ওঠে তাদের নির্দিষ্ট কমিউনিটি কিংবা সংগঠন , কারো পছন্দ কবিতা আবৃত্তি কারো পছন্দ পেন্টিং করা কিংবা কারো পছন্দ ভ্রমন করা ।

যেমন আমরা লোকাল গাইড কার্যক্রমের সাথে জড়িত কারণ আমাদের পছন্দ করি এই ধরনের স্বেচ্ছাশ্রম ভিত্তিককার্যক্রম পরিচালনা ।

Lego দিয়ে তৈরি করা একটি বিশাল গাড়ির মদেল এর পিছনেই রয়েছে Photobooth Photo credit: Mahabub Hasan

বাচ্চা থেকে বয়স্ক অনেকেই Lego নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে তার মাঝে আমিও একজন , বাংলাদেশে এর কোন অফিসিয়াল আউটলেট কিংবা ফ্রাঞ্চাইজ স্টোর নেই তবে অনেক সুপার শপ রিসেল করে থাকে Lego প্রোডাক্টগুলো ।

2023 সালের অক্টোবরের london ভ্রমণের সময় সুযোগ মিস করতে চাইনি একটি অফিসিয়াল Lego Store ঘুরে দেখার । তাই চলে গিয়েছিলাম Piccadilly Circus

নিকটে Leicester Square এ অবস্থিত এই অফিসিয়াল আউটলেটে ।

এই আউটলেট এর কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি লেগো প্রেমিকদের নিকট ভালো লাগবে ছবিগুলো ।

স্টোরের রেকে সাজানো রয়েছে বিভিন্ন আইটেম ও সিরিজের lego set

একজন ক্রেতা দেখছেন লেগো সেট

স্টোরের দ্বিতীয়তলার একটি ছবি

স্টোরের দ্বিতীয় তলায় বাচ্চাদের লেগো নিয়ে খেলার সুযোগ রয়েছে যা ছবিতে দেখতে পাচ্ছেন

অনলাইনে নিজে নিজেই পছন্দ মত কিনছে লেগো সেট

বিভিন্ন কালারের ও সাইজের লেগো পিস দেখে পছন্দ করছে একটি শিশু

লেগো দিয়ে বানানো একটি ব্রিটিশ রয়্যাল আর্মির ডামি

চাইলে নিজে অর্ডার করে বানিয়ে নেয়া যায় লেগো সেট তার একটি ছবি ,

Links to some of my other posts on London travel

  1. A Nocturne’s View of London by Night Part :1
  2. British Museum Watches and Clocks Collection: Exploring London with Mahabub
  3. M & M’s London: Exploring London with Mahabub
  4. Camden Street Art: Exploring London with Mahabub
  5. Camden Lock: Exploring London with Mahabub
  6. The LEGO® Store: Exploring London with Mahabub
  7. Leadenhall Market: Exploring London with Mahabub
  8. Egyptian mummies in the British Museum: Exploring London with Mahabub

Writer : Mahabub Hasan

Mahabub Hasan is a software engineer from Old Dhaka, Bangladesh and his startup name is "Coders Hub ", but loves to travel his hobbies include photography and Volunteer community activities. as well as writing on social media about the places he travels in his spare time. He updates the information of the visited places on Google Maps and writes about his experience in the Local Connect forum.

45 Likes

@MahabubMunna es ist aber auch ein Geschäft mit einer riesen Auswahl.

Schöne Bilder davon

4 Likes

@Annaelisa Ja, es ist ein sehr großes Outlet und wenn ich mich nicht irre, das größte Geschäft im Zentrum von London

4 Likes

সত্যিই খুব অবাক লাগলো!

এত ছোট জিনিসগুলো একসাথে করে করে কি সুন্দর একটা গাড়ি, এ্যারোপ্লেন ইত্যাদি বানিয়েছে।

এটার সম্পর্কে আগে জানা ছিলোনা।

শেয়ার করার জন্য ধন্যবাদ @MahabubMunna ভাই।

6 Likes

Awesome post Bhai @MahabubMunna

অবাকই হলাল কিভাবে এতো বড় গাড়িটা বানানো হয়েছে, অনেক সুন্দর লিখেছেন ভাই

5 Likes

Lego has a huge fan following, I never understood it.

Nevertheless, it was amazing to see this LEGO store in London, wonderful photos @MahabubMunna :+1:

3 Likes

@MahabubMunna als Kind habe ich gerne damit gespielt und mit Vorliebe Häuser gebaut

2 Likes

খুবই মজার তো @MahabubMunna ভাই,
আগে আমার তেমন ধারণা ছিলো না এগুলো সম্পর্কে।

2 Likes

@MahabubMunna ভালো একটা জিনিস জানলাম, ধন্যবাদ আপনাকে।

1 Like